প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় চারঘাট উপজেলার ছাগল-ভেড়াতে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান কর্মসূচী অনুষ্ঠিত হয়। চারঘাট উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব সানজিদা সুলতানা উক্ত টিকা প্রদান কর্মসূচীর শুভ উদ্ভোদন করেন। পরবর্তীতে ডাঃ মোঃ আব্দুল হাই সরকার, পরিচালক, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর রাজশাহী ও ডাঃ মোঃ আতোয়ার রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, রাজশাহী মহোদয় টিকা প্রদান কর্মসূচী সরেজমিনে পরিদর্শন করেন। চারঘাট উপজেলায় ০১.১০.২০২৪ খ্রি. থেকে ২৫.১০.২০২৪ খ্রি. পর্যন্ত চলমান এই টিকা প্রদান কর্মসূচীতে প্রায় ১১০০০০ (এক লক্ষ দশ হাজার) ছাগল-ভেড়াকে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস