উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, চারঘাট, রাজশাহী দপ্তরটি রাজশাহী শহর হতে ৩২ কিঃমিঃ পূর্ব-দক্ষিণে চারঘাট উপজেলার কেন্দ্রস্থলে অবস্থিত। এর আওতাধীন জমির পরিমাণ ৩৩ শতাংশ। জনগণের জন্য প্রাণিজ পুষ্টি প্রাপ্তি নিশ্চিত করাই অত্র দপ্তরের মূল উদ্দেশ্য। প্রাণিস্বাস্থ্য সেবা প্রদান, প্রাণির উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধি এবং মূল্য সংযোজনের মাধ্যমে প্রাণিজ আমিষের চাহিদাপূরণে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, চারঘাট, রাজশাহী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক অর্পিত দায়িত্ব পালনের সাথে সাথে বিভিন্ন দপ্তরের সাথে সমন্বয় এর মাধ্যমে জনগণের দুধ, ডিম, মাংসের চাহিদা পূরণের পাশাপাশি বেকারত্ব দূরীকরণ ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতেও অত্র দপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস